বাটিতে হালকা কিছু সুখস্মৃতি আর কিছুক্ষনের ঝগড়া চিবিয়ে ওরা বারান্দায় বসে
হাতে ওদের উষ্ণ পুরোনো সেই দিনের কথা
নিষ্প্রভ চোখে তাকাচ্ছে ওরা সময়ের নিচের ব্যাস্ত রাস্তার দিকে
পিঁপড়ের মতো জীবন
অথচ স্বপ্নরা মরেও মরে না
ওরা দুজনেই কবিতা হতে চেয়েছিল
কিন্তু কলম ওদের জীবিত করতে পারেনি।
.
বক্তৃতার মঞ্চের নীচে প্যাচপ্যাচে আত্মসম্মানের উপর দাঁড়িয়ে আছে ওরা
ঠেলাঠেলি করছে খাবারের প্যাকেটের লাইনে
হাততালি শব্দ , মাইকে জয়ধ্বনিরা হাই তুলছে
নিলজ্জ জীবন
ওরাও সকলেই চেয়েছিল কবিতা হতে
চেয়েছিল কোনো অজেয় কবির কলমে সত্যির পতাকা লিখতে
কিন্তু পাঠক ওদের অগ্রাহ্য করে পাতা উল্টে চলে গিয়েছে।
.
পানশালার আনাচে কানাচে টেবিলেটেবিলে গেলাসের সামনে ঘোলাটে মন
ওরা কেউ হাসছে, কেউ কাঁদছে, কেউ বা খিস্তি দিচ্ছে অদৃশ্য সময়কে
ওদের অস্পষ্ট চেতনা বুঝবার চেষ্টা করছে কিংবা ভোলবার চেষ্টা করছে
নিজেকে আরো অচেতন করার চেষ্টা করছে
অকৃতজ্ঞ জীবন ,
ওরা আমায় বলেছিল, ওরাও কবিতা হতে চায়।
কিন্তু একলা মেঘ,শহরের কলরবের ভিড়ে ওরা হারিয়ে গেলো শেষমেশ।
.
আসলে সকলেই কবিতা হতে চায়
সকলেই কবিতার মতো সুন্দর একটা জীবন চায়
সকলেই কবিতার ছন্দে নিজেকে দেখতে চায়
কিন্তু কবিতা বড় অশান্ত নিজে
তার সংসারে চিরকাল অভাব ,খিদে আর যন্ত্রনা
সেখানে আধপেটা খাওয়া এই মানুষগুলো সব প্রেতাত্মা
এ যেন ঈশ্বরের অভিশাপ ওরা কবিতা হতে পারবে না কোনদিন ।
.
ওরা কবিতা হতে চেয়েছিল
ঋষি
No comments:
Post a Comment