Thursday, November 7, 2024

গর্ভপাত


সময়ের সমান্তরালে চলতে চলতে
সারা শহর জুড়ে ইদানীং  পচা গলা দুর্গন্ধ নাকে লেগে
চেনা আয়নায় পরিমাণ মতো দিনযাপনের পর
সারা শহর ঘুড়ে দেখি কিলবিলে হাজারো জোঁক
রক্ত শুষছে মানুষের
এই শহর জানে কি ভাবে মানুষ ভোলাতে হয়। 
.
আশ্বিন ফুরিয়ে গেলে শহর আর ইতরের মাঝে  তফাৎহীন, দূরত্বহীন এক ভাগাড়ে নিঃশ্বাস 
এ যেন নিয়তি ও অভিশাপ,
ভেঙে পড়ে মেয়েটার অভিমান
আলতা হাতে উঠে দাঁড়ায় ফটোফ্রেমে তার পায়ের ছাপ
এই শহরই পারে একটা জ্যান্ত শরীরকে গিলে খেতে।
.
ইদানীং মনে হয় সমস্ত মায়ের কোল খালি হোক
তবে আর ভুলবে না কেউ,
সেই ধর্ষিত মেয়েটার চিৎকারে শ্মশান হোক শহর
তবে আর মনভোলাতে উৎসবে মাতবে না কেউ
এতগুলো জাদুবীজ, আইন আদালত, মিডিয়া 
হিজিবিজি সাজানো সময়
তবে আর মিথ্যা জাস্টিস খুঁজবে না কেউ।
শুধু অসংযত অন্ধকার, তারপরও বারবার
মিথ্যে তবে নদীর গর্ভপাতে শ্মশানের হাহাকার
অন্ধকার পাহাড়মুখে সে চোখ বিলুপ্ত সামিয়ানা
যাই হোক, সবটুকুই মিথ্যা তবে
মিথ্যা এক অসুখের অভিনয়ে থমকানো শহর  জাতিশ্বর বীজ
কিছু বদলায় না
পুরোনো আতরের মতো মিশে রয়েছে অবশেষ
সব্বাই ভুলছেন কি করে ?  ছি....।
.
গর্ভপাত
... ঋষি 

No comments:

Post a Comment

তোমার শব্দদের শুভেচ্ছা

তোমার প্রতি অব্যক্তকে শুভেচ্ছা  শুভেচ্ছা তোমার কেটে যাওয়া কথপোকথনের রেশটুকুকে শুভেচ্ছা আমার আলো -কাদা ঘাঁটাঘাটি করে ভুল পথে হাঁটাহাঁটি করে ফ...