পরিচ্ছন্ন আকাশ নিয়ে গোধূলি ফুরোলো আজ
আন্তরিক শুভেচ্ছা নিয়ে সময়টুকু কেটে গেলো
আমি ওদেরকে জানি , দূর থেকে জানি
দূর থেকে জানা ভালো, ডানাভাঙা পাখির মতন,
উড়তে চাওয়ার আগে পাশাপাশি হাঁটাটাই স্বাভাবিক
তাই আকাশের রঙে আমি একমনে সাহস মেশাই
সাহস মিশিয়ে দিই এই শহরের নির্ঘুম রাতের মিছিলে।
..
অথচ আমার সাথে তোমারও যে কি ভীষণ মিল
তোমারও গোপনে লুকোনো অনবদ্য চুপকথা
আর আমার চুপকথায় লেখা সময়ের রুপকথা,
আমার বাড়ির জানলা থেকে দেখা নিঃঝুম গাছগুলো ফাঁকা পাতা, দিনলিপি আর
রাস্তার হাজারো বাঁক
তুমিও পথিক জানি, অতএব, ঐ কথা থাক।
.
শেষ ট্রেন চলে গেছে, কোথাও আর যাত্রী নেই
ছেঁড়া মাদুরের পাশে ছিঁড়ে যাওয়া কাঁথা
প্রাচীন শৈশবগাঁথা,
এর পর একাধিক মালগাড়ি যায় আসে
তাই বলে কথার অভাবে, কথারা ফুরোয় না
অথচ ট্রেনলাইনের সিম্ফনিতে শোনা যায়
ক্রমাগত ওদের কথা।
.
দৃশ্যরা ঝরে যায়, ঝরে যায় সময়
আঙুলেরা ছুঁয়ে যায় সময়ের চামড়ায় স্মৃতিঘোর
আমি ওদের চিনি,ভীষন কাছ থেকে চিনি
কাছ থেকে চেনা ভালো,সমুদ্রের কচ্ছপের মতন
তাই একমনে তারা সময় সমুদ্রে পাশাপাশি হাঁটে
রাতের আকাশে ক্রমাগত বাঁকা চাঁদ হাসে
ওদের যে প্রবেশ নিষেধ, জানে সমুদ্র নীল,
.
জানো তো ওদের সাথে আমাদেরও যে ভীষণ মিল...
.
ওদের কথা
.. ঋষি
No comments:
Post a Comment