Friday, June 13, 2025

ভালো থাকতে চাওয়া মন

ভালো থাকতে চাওয়া মন 
... ঋষি 
.
সবকিছু কেমন  বদলে যাচ্ছে চারিপাশে রোজ 
রাস্তা ,দোকান ,বাতিস্তম্ভ ,খেলার মাঠ 
আলো ,অন্ধকার ,কবিতার শব্দরা 
তবে বদলাচ্ছে কি মন  ?
ভালো থাকতে চাওয়া মন  ?
ক্রমশ শৈশবের থেকে দূরে আরও দূরে 
পুরনো হাত, পুরনো সুখ ,পুরোনো আড্ডা  
সব হারিয়ে যাচ্ছে রোজ ,দিন প্রতিদিন । 
.
ক্রমশ সময় গুটোতে গুটোতে তোমার কপালে টিপ্ হয়ে বসে গেছে 
অথচ কি দারুন চেয়েছি তোমায়,
পুরনো গল্পগুলোতে  একদিন তোমাকে খুঁজেছিল ভীষণ রকম 
আজ তোমার গল্পে আমি চন্দ্রবিন্দুর হয়ে বসে আছি। 
আমি আছি ঠিক কবেকার মতো 
আলো আধো মোলায়েম জল 
খুঁজেছি তোমায় ,নতজানু হরিণীর চোখ 
জীবন ক্রমশ ছোট হয়ে যাচ্ছে ,বদলাচ্ছে রোজ 
তবে বদলাচ্ছে কি মন ?
ভালো থাকতে চাওয়া মন ?

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...