Friday, June 27, 2025

কিছু বলার নেই


খবরের কাগজের এক ফালি রোদ্দুর এসে পড়ে সময়ে
পাশের গলিতে সদ্য বৃষ্টিতে জমতে থাকে জল 
সে মানুষের ঘাম নাকি কান্না 
বুঝতে বুঝতে বেলা ফুরিয়ে যায় ,
ফেলে আসা সময়ে আধো আঁধারি ঘুমের ভিতর 
বারান্দা দিয়ে দেখা উল্টোনো পৃথিবীর ভিতর 
বয়স্ক সময়ের অম্বল আর হেঁচকি বলে দেয় 
আমার আর কিছু বলার নেই। 
.
জোর করে লেখা কবিতার মতো ছত্রভঙ্গ বিরক্তিতে 
ইদানিং শুয়ে থাকে তোমার যোগাযোগ বিহীন বর্ণমালারা 
তারা সবাই জুড়তে থাকা ম্যাজিক ক্রমশ কতগুলো শব্দ পাশাপাশি 
কখন যেন লেখা হয় অবিকল  " ভালো লাগছে না কিছুই"। 
সময়ের পুরোনো টায়ার আর বর্ষার বৃষ্টিতে জল-জমা বিষন্নতা 
হঠাৎ আমাকে উপলব্ধি করায় আজ আর কোথাও যাওয়ার নেই,
উপলব্ধি  বলে যায় নীরব অভিমান 
আবার কিছুটা উত্তাপ শুষে নিতে হবে পরিচিত শরীরের থেকে
শুধু ঘোলাটে আকাশের দিকে চেয়ে
বোগনভিলিয়া ফুল মাথা দুলিয়ে চলে
কখনো লাল, কখনো সাদা
আজ কেন এত নিস্তব্ধ জনকলরববিহীন  চারিধার ?
.
কিছু বলার নেই 
ঋষি

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...