Friday, June 27, 2025

নিরুপায়

আগুনের থেকে ধিকি ধিকি জল্লাদ বুক 
ক্রমশ পরিধি পেড়িয়ে নিজেকে বোঝানো
নীরবতা একলা শব্দের প্রতিধ্বনি 
আর আগুন সে চিরকাল গোপন নারী। 
.
মৃতদেহ পোস্টমার্টনে কিছু জানা যায় নি
জানা গেছে আগুনের থেকে আত্মার গতিতে
আমরা সকলেই নিরপরাধ ক্রোমোজম 
জট খুলছে মাথার ভিতর, খিল্লি করছে একান্নবাহান্ন
সম্পর্কের সত্যি মানেটা চিরকাল স্তৈন্য। 
.
ক্লিভেজ থেকে হঠাৎ খবর আসছে কবিতা
আগুন যেদিন পুড়িয়ে দেবে আমায় সেদিন জানিও
ভালোবাসা সত্যি একলা আগুনের নাম 
আর ভালোবাসার ঝলসানো মুখটা নিরুপায় মৃত্যুর। 
.
নিরুপায়
... ঋষি 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...