Tuesday, June 24, 2025

এই শহর


.
কেউ খুঁজছে না ,কেউ খুঁজবে না 
কেন পুরোনো সরকারী স্কুলের দালানে ইদানিং জ্বলে বিষণ্ণ বাল্ব 
কেন  কোনো বিখ্যাত কবিকে  
না খেতে পেয়ে মরতে হয় ,
কেনই বা বাবা মায়ের আদরের পুতুলকে আজ নিজেকে বাঁচাতে 
রাস্তায় দাঁড়াতে হয়,
কেনই বা বাড়তে থাকা সম্পর্কের দূরত্বেরা একাকিত্বে একলা ডিমলাইট 
এ সব কেউ ভাবছে না ,এসব কেউ ভাববে না 
এ সব অবাধ্য প্রশ্ন গঙ্গায় ছোঁড়া কয়েনের মতো তলিয়ে যাবে রোজ 
তবু শহর দৌড়োবে ,শহর মরে যাবে । 
.
কেউ খুঁজছে না,কেউ খুঁজবে না 
কেন অন্ধ বাবাকে নিয়ে একলা মেয়ে দাঁড়িয়ে থাকে নীরব বাসস্ট্যান্ডে 
বাসের আশায় 
কেন কারখানায় কাজ করতে করতে হঠাৎ কোনো শ্রমিকের মৃত্যু হলে 
তার পরিবার না খেয়ে মরে ,
কেন একটা প্রজন্ম বুড়ো হয়ে গিয়েও চাকরীর খোঁজ করে 
কেন কোনো ইউনিয়নের নেতা কোনো পরিশ্রম ছাড়া ঘুমোয় 
কেন কবিতার তাজমহজলে আজ কবি নয় শকুনের বাস 
কেন বা দরিদ্র ,ক্ষুদার্থ মানুষের সাধের দেশ হঠাৎ ভেঙে পড়ে 
এ সব অবাধ্য প্রশ্নগুলো মানুষের বুকে মানুষই পিষে মারে 
তবু এই শহর  বাঁচে রোজ আবার মরে বাঁচার আশায়।
.
এই শহর
........ঋষি 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...