Friday, January 4, 2019

বরফ স্পর্শ

বরফ স্পর্শ 
......... ঋষি 
==============================================
পাহাড়ের ঢেউ,
ছুঁয়ে আছে ট্রেনের কামরার ওপারে। 
তার চোখে হাসি 
জ্বলে ওঠা নিভে যাওয়া বাতি সুইচ অফ মস্তিষ্কের ঘ্রানে। 
হওয়ার  সাই সাই কথা বলা 
এসি কামরার কাঁচের ওপারে চলন্ত জীবনী। 
.
এটা বোধহয়  ঈশ্বরের দেশ 
একচোখা ঐশ্বরিক অন্ত্র ,তন্ত্র একলা দাঁড়িয়ে নগ্ন এই সময়ে। 
মৃত্যুর কেশ রাশি ,ছন্নছাড়া জৈবিক রক্ত চমকে 
ভুলতে পারি না চলন্তিকা। 
একা বিষন্নতা ,সমস্ত ফোকাস সহ  আত্মার ছেঁড়া মুখাভিনয় 
সামনে দাঁড়ানো ঈশ্বর দুর্বল আততায়ী। 
ভিড় করা থকথকে মাংস সম্বল ,রমণীয় স্তূপ 
যেন উন্নত স্তনের উপরে বরফের মৃত শহর। 
সূর্য ছেঁকা 
কোনো ধোঁয়া মোছা সভ্যতার ডাইরি। 
কর্তব্যহীন রেল যেমন বেঞ্চি দেয় সময়কে
 ফুটে ওঠার জন্য যথেষ্ঠ সম্ভবনার নঘন্টা নজির হীন। 
.
বড় ক্ষুদ্র   
আমাদের হৃদয়ের  রমনী এখন বরফ স্পর্শে।  
তার ঠোঁটে ব্যস্ততা 
বাতাসের হৃদয়ে  টুং টাং ইচ্ছাদের স্মাইলিং জোন।  
অনন্ত জীবনের উপর ঈশ্বরের ইচ্ছা 
শূন্যতার কবিতায় বরফ স্পর্শ। 

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...