Thursday, December 1, 2022

সেই দিনও


Sometimes we think we are lonely
But truth is that 
We are lonely coZ we think that way ..

সেই দিনও আবার গল্পটা শুনেছি আমি
সেই দিনও তোমার থেকে সরতে সরতে
দূরে হারিয়েছি আমি
সেই দিনও আকাশের চাঁদে শ্যাওলা ধরা বিষন্নটা
সেই দিনও এই শহর ছিল মুক 
ছিল কাক, শকুনের বদান্নতা।
.
সেই দিনও ঈশ্বরের পোশাকে মানুষ ছিল বুদ্ধিমান 
সেই দিনও সম্পর্কের মুখোশে মানুষ আমরা দুজন মুর্তিমান
সেই দিনও পরদেশী আকাশে হাজার হাজার শব্দকোষ 
সেই দিনও ভালোবাসা ছিল কিন্তু কথা ছিল না  ছিল কথাদের দোষ। 
.
সেই দিনও আবার গল্পটা শুনেছি আমি
এক যে ছিল রাজা আর ছিল এক রানী
সেই দিনও সেই গল্পটায় ছিল এক রাক্ষসের দেশ
ছিল মুখোশের মুখ আর ছিল মনখারাপের রেশ
সেই দিনও তারা ছিল কিন্তু আমরা ছিলাম না কখনও
সেই দিনও হাজারও নিয়ম ছিল কিন্তু সত্যি ছিল না তখনও
.
আজ আমরা নেই,আজ তারাও নেই
আজ সুখ নেই অথচ আমাদের দুখও নেই
আজ সেই গল্পটা পুরনো রুপকথায় পড়া
আজ সেই ভাবনাটা সময়ের শব্দদের ছাড়া
আজ আর গল্প লিখি না আমি
শুধু জানি সম্পর্ক আসলে মনভোলানো পাড়া। 

.


No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...