Wednesday, December 28, 2022

ক্যালাইডোস্কোপ

ক্যালাইডোস্কোপ
.. ঋষি 
.
চারিদিকে উৎসবের রোশনাই
বুকের কাছে কালপুরুষ সেই রোমান স্কালপচারের মতন, 
দোষরোপ 
উপঢৌকন সাজানো আমার শহর 
ভিতরের ডাকে সাড়া দেয়
অস্থিরতা। 
.
আব্বপুলিস জীবন 
শৈশব থেমে যায় ভীড় করা উপলব্ধিরা কথা বলে
মানুষের কথা 
চলন্তিকার কথা
সেই বোবা রাজ্যে এক পৃথিবী মায়া আমায় পথ দেখায় 
ফিরে যেতে বলে
আমি আটকে থাকি স্বপ্ন আটকে অমাবস্যার চাঁদে। 
.
বাঁশি বাজে দূরে কোথাও
সবকিছু পেয়ে গেলে মানুষ যেমন ভীষণ বোকা
আর না পেলে সেও এক বোকা মানুষ, 
কে, কোথায়, কখন লিখে ফেলে জীবন কিংবা আস্তাকুঁড়? 
কে, কোথায়, কখন লিখে ফেলে বানান ভুলের সঙ্গম? 
সব আশ্চর্য 
অতি আশ্চর্য হলো কেউ কেউ বাঁশির শব্দ শোনে
আবছা অবয়ব আগলে জীবন লেখে।
সত্যি হলো মানুষের জীবন শব্দটাই বড় মায়াবী
অনেকটা ক্যালাইডোস্কোপে দেখা রঙিন সম্পর্ক 
আর সম্পর্কের গভীরে মৃত মানুষ। 

No comments:

Post a Comment

আরো গভীরে যাই

একটা খুনের খবর অথবা শোকপ্রস্তাব নিশ্চিন্তে গাড়ির  কালো ধোঁয়ার মতো ছেটানো গুপ্তহত্যা  নীল নয়, সাদা নয় - বেগুনী আকাশ বোধহয় বহুদিনে...