Sunday, April 15, 2018

তোমার জন্য(১১)

তোমার জন্য
,,,,,,ঋষি
------------------------------------
কথা দিয়েছি
তোমার কবিতায় লিখে দেবো এক আরব্য রজনী।
কথা দিয়েছি
তোমার একটা চুমুর জন্য অপেক্ষা করবো একটা জীবন।
কথা দিয়েছি
সময়ের সাথে পাঞ্জা লড়ে মুক্তির কবিতায় তোমায় লিখে দেবো।
.
তোমার অবয়বে অজস্র মুক্তি
দরজার ওপাড়ে পৃথিবী দাঁড়িয়ে হাতছানি দেয়।
আর এপাড়ে
সদ্য জন্মানো সকালে মুক্তিরা আলোর মত ঝড়তে থাকে।
আলতামিরার গুহা থেকে, স্প্যানিশ গীটারের যে আবিষ্কার
সব তোমারি জন্য জন্ম নিতে থাকে।
তোমার জন্য শহরের ফুটপাথে হকারের ভীড়,চিল চিৎকার
তোমার জন্য অন্ধকার শহরে মন খারাপ,আর রোজগার।
,
জানি কেউ
কথা রাখে না,শুধু কথারা সময়ের ভাঁজে মনের ডাইরী।
জানি কেউ
একা থাকে না,কিন্তু তোমায় ছাড়া একা থাকাটা মনের দোষ।
জানি কেউ
কিন্তু মানি না,তুমি আমাকে ছাড়া বাঁচতে পারো।

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...