Tuesday, April 17, 2018

তন্ডুরি কাব্য

তন্ডুরি কাব্য
,,,, ঋষি
..............................................................
মনে পড়ে চলন্তিকা
সেই পথ চলা,বৃষ্টিমুখর দিন।
কোন তন্ডুরির যন্ত্রে ৯১২ডিগ্রি ফারেনহাইটের আদ্রতা
আদ্রতা শুষে নেয় অন্তরের না বলা।
উনিশ বিশ তারপর
তুমুল বৃষ্টিতে ভিজে যাওয়া,পথ চলা নিরিবিলি।
.
চলন্তিকা তোমার গভীরে শুয়ে থাকা কৃত্রিম সংসার
আমার জামায় লেগে থাকা আদরের লিপস্টিক।
বৃষ্টি ভেজা পথ,উত্তাপের চাদর
আর তোমার তন্ডুরি কাব্য।
মনে পরে হৃদয়ের ফিসফিসে সেই তুমুল ঝড়
হাওয়ায় উড়তে থাকা তোমার আভরন,তোমার অন্তরবাস
নিরবিধি আত্মিক দায় একে,অপরের।
সব কথা বলতে নেই চলন্তিকা
শুধু অসময়ের মারাত্মক ঝড়বৃষ্টি,মনে পড়ে যায় না বলা।
,
মনে পড়ে যায়
সেই না বলা,গড়িয়ে নামা বৃষ্টি,ভিজে শহর।
বুকের সাথে বুক মিশে,ঠোঁটের লেপ্টে থাকা বৃষ্টি চুমু
সময়ের পরিবেশন,উত্তাপের শহরে বৃষ্টি ভেজা পথ।
উনিশ বিশ
আর তারপর সময়ের দুরতিক্রমণ বৃষ্টি ভেজা।

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...