Friday, April 20, 2018

ফিনিশিং লাইন

ফিনিশিং লাইন
,,,,,,,,,,ঋষি
..................................................................................
চলন্তিকা ছুটছে
হাঁপাতে হাঁপাতে, গ্রীষ্ম,বৃষ্টি ছয় ঋতু,মাস পেড়িয়ে বছর।
কেন জানি মনের কোনে ভয়
ভয় বেঁচে থাকার,ভয় সমাজের, ভয় পুরুষের, ভয় একা থাকার।
হাঁপাতে হাঁপাতে পিছল হাতে ব্যাটন নিয়ে দৌড়াচ্ছে চলন্তিকা
বারংবার পড়ছে আবার উঠছে,ফিনিশিং লাইনে হয়তো সময় দাঁড়িয়ে।
,
সমাজ, নিয়ম,ইতিহাস কখনো পাশে দাঁড়ায় নি
চলন্তিকা শুধু দৌড়ে চলেছে যুগের পর যুগ।
মুখ ফুটে বলতে পারে নি চলন্তিকা তারও একটা পৃথিবী দরকার
দরকার সময়ের কাঁধে মাথা রেখে একটু শান্তি খোঁজার।
বারংবার অবহেলিত সে,বারংবার অপমানিত সে
তবু সহ্য করছে,লুকিয়ে কাঁদছে,পালাতে চাইছে নিয়মের বাইরে
পায়ে শৃঙ্খল, তবু বাঁচা লজ্জার।
তাকে নগ্ন করছে সময়,তার নগ্ন বুক হাঁতড়াচ্ছে সময়ের দালাল
তার যোনির মধ্যে ঢুকিয়ে দিচ্ছে লোহার রড।
চলন্তিকা ক্লান্ত,
হাঁপিয়ে উঠছে সে ছুটছে প্রানপন ফিনিশিং লাইনের দিকে।
,
চলন্তিকা ছুটছে
আসলে চলন্তিকা খুঁজছে বাঁচার রসদ,প্রেম সংসার আর আশ্রয়।
কেন জানি মনের কোনে আশা
বদলানো সময়ের ভুমিকায় যদি সময় বদলায় মনের মত।
কিন্তু চলন্তিকা জানে না, হয়তো চলন্তিকারা জানে না
সময় বদলায় না,সময়কে বদলাতে হয় ফিনিশিং লাইনের এপাড়ে।

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...