Sunday, July 1, 2018

আর তুমি

আর তুমি
,,,,,,ঋষি
,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,
তুমি আসো জীবনে সুগন্ধ সুরভিত
আর তারপর শুধু পড়ে থাকে প্রাচীন হাড়গোড় আর ফসিল।
আসলে জীবনের সুগন্ধগুলো বাতাসে উবতে থাকে
কিছুই চিরস্থায়ী নয় এই জীবনে।
শুধু পড়ে পাওয়া চৌদ্দআনা,ষোলআনার খোঁজে
জীবন বদলাতে থাকে।
,
তুমি আসো যেন কোন আদিম বৃষ্টির আকাঙ্ক্ষা
আর তারপর শুকনো ফাটতে থাকা মাটির তৃষ্ণা।
আসলে আমরা নিজের বলে শুধু আঁকড়াতে থাকি
এমন অনুভব যেন একে অপরের জন্য বাঁচা।
আর তারপর অনুভুতিহীন নিরুত্তাপ অন্ধকার  ঘিরে চারপাশে
পালাতে থাকি নিজেদের থেকে দূরে,খুব দূরে।
ভেসে যায় পুরনো কথাদের রক্তের স্রোত,চারপাশে বন্দী জীবন
আমরা ভাসতে থাকি,ভুলতে থাকি কিংবা ভোলার ভান করি।
কিন্তু কি জান চলন্তিকা
আমাদের কোন দেশ নেই,পালাবো কোথাই।
,
তুমি আসো যেন কোন আলোর প্রদীপ
আর তারপর একলা মন্ডপে অন্ধকার মোড়া পরিচয়।
আসলে জীবনের আলোগুলো অনুভবে একা থাকে
কিন্তু মানুষের জীবনে একলা থাকাটা নিয়ম।
শুধু পড়ে পাওয়া চৌদ্দআনা,জীবনের শোক
আর ষোলআনা মানুষের বাঁচার রোগ।

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...