লুকোনো বাইপাশ
,,,,,ঋষি
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
জীবন কি আরেকটু চোখ পেতে পারে
দৃষ্টিসংগত বিনিময়ে লুকোনো বাইপাস।
ছুটে যাওয়া গাড়িগুলো এক্স, ওয়াই, জেড ধারালো রশ্মি
লুকোনো এক কামড়ার চাদরে খুচরো জীবন।
এই কবিতা তোমার আমার নয়
সংগত বাঁচাটুকু দৃষ্টি মধুর আয়নায়।
,
মনে পরছে কৌশিক দা
নন্দন জীবনানন্দ সভাঘর,কবিতা,এক রাশ হাততালি।
ক্রমশ বুকের পাঁজরে দুমরে, মুচরে চলন্তিকা
পুরুষের জমিতে বেঁচে ওঠা অন্য উত্থান।
হাততালি ক্রমশ ঘোর
আসলে বেঁচে থাকাটা বোধহয় হাততালি নির্ভর।
আর আমি সম্পর্ক লিখতে শিখেছি
চুলের পাক ধরা নিরর্জনতায়।
জীবন যেন ছেঁড়া স্যান্ডেল ধুয়ে মুছে তুলে রাখা
সাজানো আলমারিতে।
,
জীবন কি আরেকটু চোখ ছুঁতে পারে
ক্লান্তি ছোঁয়া তোমার চুমুতে আমি লিপস্টিক।
অর্ধেক আত্মহত্যা থেকে প্রতিদিন জেগে উঠি সকালে
অনেক কাজ বাকি পরে আছে।
আমার চারপাশে শুধু সমুদ্রের সেলাই করা ঢেউ
কিন্তু আমাকে ভেজাবে একলা তুমি।
Friday, July 13, 2018
লুকোনো বাইপাস
Subscribe to:
Post Comments (Atom)
অসহায়তা
অসহায়তা ... ঋষি . আমার আজ বহুদিন কবিতা আসছে না না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা চারিদিকের আ...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
আকডুম বাগডুম মেশানো ট্রিম করা কবিতায় গতজন্ম শুয়ে, রোদ্দুর রায় কতটা রোদ্দুর মাখলো, কতটা মাগী ঘাটলো তাতে শুনতে সমস্যা জানি, আরো সমস্যা...
No comments:
Post a Comment