Friday, July 13, 2018

তোমার কথাটা জোড়ালো

তোমার কথাটা জোড়ালো
,,,,,,,ঋষি
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
উপদ্রিত সময়ের উপপাদ্য থেকে শেখা
আমার কথাটি ফোড়ালো, তোমার কথাটি জোড়ালো।
নিয়ম মাফিক সমাজের পকেটে রাখা
ছেঁড়া কিছু স্মৃতি আর অহংকার।
আদরনীয় জজসাহেব টেবিল চাপড়ে বলছে
কেস ডিসমিস।
,
তোমার বৃষ্টি ভেজা ছবির পাতায়
লুকিয়ে ছিল কিছু নোনা জল, কিছু প্রশ্রয়।
এই শহরের দুটো ডানা আছে
শুধু মিশে থাকা বৃষ্টি ভেজা নিয়মিত মেঘের আড়ালে।
আসলে আততায়ী আর নিহতের মাঝখানে একটা শুন্যতা বোধ
যেন কিছু অবুঝ লক্ষন আদ্রতায়।
মাথার ভিতর ডিবডিব করছে অজানা প্রশ্নের ভীড়
আমি ব্রাত্য নিয়মিয় খেয়ালখুশীতে।
আমার শহর ছাড়া ভাবনাদের ভাঁজ করে আটকে দেবো ঘড়ির কাঁটায়
তারপর শুধু টিকটিক আর টিকটিক।
,
জীবনের লুকোনো উপপাদ্য
আমার কম্পাস হারানোর স্বভাব নিরবিধি মৃত্যুর অধিকারে।
আসলে প্রেম আমরা হাতড়ে যাবো ছেঁড়া শহরে
অথচ জীবনের পাল্টানো পাতায় সম্পর্কের আরাধনা।
আদরনীয় জজসাহেব তখনও টেবিল থাপড়াচ্ছে
কিন্তু ফাঁসির বদলে দিয়ে যাচ্ছে বাঁচার অধিকার।

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...