Thursday, September 13, 2018

দূরে,আরও দূরে

দূরে,আরও দূরে
.....ঋষি
.....................................................
শতসহস্র বছর ভুলে আছি
খুব ভালো আছি, আরও ভালো,
আরো একা আছি।
মন বলে পৃথিবী থেকে দূরে আছি
যত দূরে
আরও বেশি দূরে আছি।
,
সময়
প্রত্যন্ত গ্রামে সবুজ প্রান্তরে থাকা শিশির ফোঁটা।
নিঃশব্দে ঝরতে থাকা এলো হাওয়া
আবিষ্কারগুলো নিজের কাছে একা হওয়া।
ঠিক যেন
সময়ের বিষ
শেষ বুকে হেঁটে চলা, পুড়ে চলা কথা অহর্নিশ।
আলো
ফুরিয়ে যাওয়া প্রান্তরে মিথ্যা কিছু পাওয়া।
,
আজ বহুদিন দূরে আছি
খুব ভালো আছি, আরও ভালো
তোমাকে ভুলে আছি।
মন বলে
আরও আমি দূরে আছি
দূরে জানি আমি বহুদূরে আছি।


No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...