Sunday, September 23, 2018

তবু মানুষ যে

তবু মানুষ যে
..... ঋষি
===========================================
জানি মানুষ  সত্যি বলে না
সত্যি বলে না সময়ের অধীন  কিছু বিনিময়
তবু মানুষ যে ,বিশ্বাস করতে হয়।
জানি সময় কোনো একতারায় বাজতে থাকা ক্রমাগত  স্বপ্ন
আর স্বপ্নরা সব সত্যি হয় নি ,তবু মানুষ যে
স্বপ্ন দেখতে হয়। 

তবু মানুষ যে
ইচ্ছা জাগে আকাশ ছোঁয়ার ,
লোভ হয় সময়ের ওপারে প্রতিটা না পাওয়ার সাথে
নিজেকে সাথে দেখতে।
তুমি বলো স্পর্শ ,কোনো অধিকার অংকুরিত ইচ্ছা গাছ
কখন যেন বিশাল মহীরুহ ,
আসলে মানুষ যে ,তাইতো স্পর্শ।
আমরা সকলে বলি প্রেম ,কখনো বা নিজের স্বাধীনতা
আর প্রেম সে যে  খোলা আকাশের পাখি
তবু মানুষ যে
মাঝে মাঝে উড়তে ইচ্ছে হয়।
জানি না জন্ম কি  ,জানি না মৃত্যু  কি
তবু মানুষ যে
তাই তো বাঁচতে ইচ্ছে হয় তোমার সাথে।

জানি মানুষ কখনো সত্যি বলে না
আমিও বলি না ,তবু মানুষ যে
কখনো কখনো সময়ের সাক্ষীতে মিথ্যা বলা।
বুদ্ধং শরণং গচ্ছামি,ধম্মং শরণং গচ্ছামি
সব জানি তবু মানুষ যে
মাঝে মাঝে তাই ভুল হয়ে যায়।

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...