Monday, September 17, 2018

স্বপ্ন শহর

স্বপ্ন শহর
...... ঋষি
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
স্বপ্ন স্বত্ব বিক্রী হয়ে যায় ভোর রাতে
তারপর ঝরে পরে অসংখ্য শিশির বিন্দু
ভোর হয় শহরে।
.
ব্যস্ততা
ঘুম ভাঙা সকালে অন্য এক সকাল
দৌড় দৌড় সাম্রাজ্যের অধিবাস নিয়মিত এই শহরে।
তারপর আবার সেই সন্ধ্যে
সমস্ত অধিকারের হিসেবে দিন ফোঁড়ানো তত্ব কথা।
,
আবার অধিকার
শহর বলে এই সময় চোখ ধাঁধানো ,সিস্টেমেটিক বন্ধন।
আর মন
খোলা আকাশের খোঁজে সপ্তসাগর পার
আসলে এই শহরে ভালোবাসার ঘর নেই।
,
স্বপ্ন স্বত্বের অধিকার ভাঙার ভিড়
ঘরের ভিতর ছোট ছোট ঘর
কে আপন আর কে পর।

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...