Monday, September 17, 2018

জং লী ঘোড়া

জং লী ঘোড়া
,,,,,,,,, ঋষি
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
আবারও ভালোবাসা
আশ্বিনের কোন এক সকালে আকাশের ঘুম  ভাঙা মেঘ
সতীর্থ সময়ের মুখে আদলে হাসি।
আসলে তোকে ভুলে থাকাটা একটা নিয়ম
কারণ নিয়মের ঘরে রাখা অন্য দিন
যেখানে সত্যি তুই অনিয়মিত।
,
আজ থাক পুরোনো কথা
তবু অনেকদিন মুঠোফোনের বারান্দায় জমানো স্মৃতি ।
সেলফিতে জমা তোর আখরোট ঠোঁট
আর গভীর চোখ।
জানি এই সব অনিয়মিত
তবু
সত্যি কি জানিস আমি যে জংলী
আমার নিয়ম ভাঙার ইচ্ছা রাখা তোর বুকে দাঁতের দাগে।
কিংবা অসময়ে যদি যায়না দেখিস
দেখবি একটা জংলী ঘোড়া শুধু দৌড়োচ্ছ
স্বপ্ন পাড়ে তোর দিকে।
,
আবারও ভালোবাসা
অশ্বিনের দরজা খোলা রৌদ্র তোর মুখে চোখে
আর আমার চোখে শুধু জমানো মুহূর্ত।
আবারও হবে দেখা কোন এক দিন ,কোন মুহূর্তে
সত্যি কারণ ছাড়া
তবু কারণগুলো সেদিন জংলী ঘোড়া আমার বুকে। 

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...