Thursday, January 23, 2025

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো
যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে
যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে 
আর বাঁচবে সম্পর্ক কারণ ছাড়া, 
কিন্তু আলো যে বারংবার ফুরিয়ে যাওয়ার গল্প লেখে
লেখে দুদন্ড কোলাজে বিরল একলা রোগ।
ভাংচুর ইতি-উতি, হলুদ বনফড়িং, বেপরোয়া জীবন
প্রচ্ছদে রং ঢালি, অবাক কাটাকুটি
তুমি বলেছিলে নিবিড় জন্মদাগে ফিরে আসে কথারা
একলা দেউলিয়া মন শুধু নীরবতা।
.
কথা ছিল পাইনের বনের উপর দিয়ে এক শীতসকালে
আমরা পাখি হবো, উড়ে যাবো
কুয়াশার প্রজননভুমিতে এমন এক দৃশ্য লিখবো 
যেখানে বার্ধক্য হেঁটে যাবে ঈশ্বরের দিকে। 
অথচ ভালোবাসার গভীরে এক স্বার্থপর শয়তান 
ইদানীং তোমার মতো অবিকল মিডিয়ায় হাসে 
হয়তো হাসতে পারে , 
আমি দেখি নি,জানি না,বুঝি না এমন না
কিন্তু এটা কখনও বুঝি নি
ভালোবাসা শয়তান হলে ঈশ্বর কি শুধুই কল্পনা
আর মানুষ ? 
আর মন সে কি শুধুই খেলনা ? 
.
দুটো মানুষ
..ঋষি 



No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...