শহরে শীত বাড়ছে
এটা কোন বিজ্ঞাপনের ট্যাগ লাইন হতে পারতো
কিন্তু মানুষের সত্যি আর সাধনার মাঝখানে
একটা সুক্ষ্ম বোঝাপড়া আছে
আছে মানুষগুলোর টগবগে রক্তে অচল কিছু শান্তি,
এসবের প্রয়োজন ছিলো না জেনেও সব বোকাবাজি
গনতন্ত্র পোশাক বদলে নিয়েছে রাতারাতি
আর আমার হাতের সিগারেটে জ্বলন্ত শহর।
.
এশহরে মানুষগুলো আগুন নিয়ে দৌড়াচ্ছে
পেটে পিঠে লাথি খেয়ে তাদের রূপকথা দিয়ে কুলকুচি অথচ ভয়ানক স্পষ্ট শীতকাল,
যেখানে যৌবন শীতঘুম জানে না
শুধু জানে কমলালেবুর খোসা আর নারীর শরীর,
জানে না জলপট্টি, ক্যালপল,রিপাবলিক সত্যি
জানে মনের অসুখ
আর জানে ফুরিয়ে গেলে কেমন যেন বোকা লাগে।
.
শহরে শীত বাড়ছে
একটা লাল চাদরে লুকিয়ে নন্দন থেকে কবিতাপাঠ
আসন্ন বইমেলার ভীড় এখন প্রতিটা প্রিন্টিং প্রেসে
আসলে শীতকালে বরাবর বড্ড আলুথালু হয়ে থাকে
তাই এ শহরের মানুষ থাকে সস্তা ট্রাডিসনের উৎসবে।
তবু নতুন বইয়ের গন্ধ
কমলালেবুর খোসায় খোদাই করে রাখা প্রিয় নারী কফি হাউজ, লাইব্রেরি শেষে একটা অসমাপ্ত শীত
যা কিছু সংখ্যাহীন, বাৎসরিক তা অনিশ্চিত সম্পর্ক।
কেউ জানে না গভীর রাতে সিগনাল ভাঙার পর
তুমি ঘুমিয়ে থাকবে আমার বুকের কাছে
অথচ আমার আঙুলের ফাঁকে তখন জ্বলন্ত শহর
শহর বুঝবে না কিছু কিন্তু বুক পুড়বে
সময় মতো ক্রাইমসিনে তখন মৃত শীতকাল।
.
ক্রাইমসিন
.. ঋষি
No comments:
Post a Comment