সময়ও যে নাছোড়বান্দা, কেন যে ভীড় করে আসে ?
.
রাতবিরেতে নিয়ম করে একলব্য নি:শ্বাস ফেঁপে ওঠে
ধর্মতলার মোড়,গড়িয়াহাট,একা বাইপাস কাঁদতে থাকে
কাঁদতে থাকে সংবিধানে ২৬ এর তন্ত্র,
কোন এক নরক-ভ্রমর মৃত্যু যজ্ঞের উপর মানুষ
আমি, তুমি, আমরা সকলেই পুড়ছি,সকলেই কাঁদছি
বাঁচছি এক বাঁচার কল্পনায় উলঙ্গ সাজে।
.
আতংক গ্রেফতার করতে করতে
সংংবিধানে পুড়ে যায় মানুষের রোজকার সাধারণ তন্ত্র
তবুও ভূমিষ্ঠ শিশুর সাজে মানুষ হামাগুড়ি দেয়
এক স্বপ্নের দেশের কবিতায়,
সময়ের শবঘরে জ্যান্ত ঘুমে প্রজাতন্ত্র শব্দে বদহজম
মানুষ মানুষকে গিলে খায় ক্ষমতার ওষুধের সাজে।
.
বেপরোয়া খুন, রাষ্ট্র সংকেতে চিল আর শকুন
সারা আকাশ জুড়ে "হে স্বাধীনতা "মৃত্যুতে ধুঁকছে
আর একটা রাত
তারপর, আরেকটা মিথ্যা মানুষের দিন
তারপর আবার সেই উলঙ্গ শিশুটাকে কেউ রাষ্ট্র বলবে
সেই না জন্মানো শৈশবকে কেউ প্রতিদিন বলবে,
মানুষ ভুলবে সময়
কারণ সময় সে আকাশ ছোঁয়া অদৃশ্য সিঁড়িপথ
আর মানুষের তন্ত্রে আজ ষড়যন্ত্র।
.
ষড়যন্ত্র
......ঋষি
No comments:
Post a Comment