Tuesday, January 7, 2025

ক্রাইসিস

সময় অভ্যাস জুড়ে  ইদানীং ৭৬ গল্প লেখে
গল্প মানে সাদা ভাতের ফ্যানের গন্ধ, কঙ্কালসার উপস্থিতি
উপস্থিতি মানুষ, খিদে, সত্যি,
উপস্থিতি হলো কবিতার ঠোঁটে লেগে থাকা ক্রাইসিস।
বারংবার কল্পতরুকে প্রশ্ন করি, কেন? 
উত্তর পাই 
সব্বাই বলে সবসময়,  সবকিছু ঠিক হয়ে যাবে। 
.
জানি তো বনলতা এক ক্রাইসিসের নাম
জানি তো চলন্তিকা এক ক্রাইসিসের নাম
জানি তো দেবদাস এক ক্রাইসিস লেখকের
জানি তো কবিতা এক ক্রাইসিস পাঠকের
তবু শহর থেকে শহরতলি, অসুর থেকে অবতার
একমাত্র সত্যি মানুষ আর মানুষের দিমাগে সেলাই করা রিপু। 
.
আমি যদি ব্রথেল থেকে বেড়িয়ে ঈশ্বরকে প্রশ্ন করি
কেন? 
আমি যদি অভিশপ্ত ভালোবাসায় দাঁড়িয়ে তোমাকে প্রশ্ন করি 
কেন? 
আমি যদি প্রতিটা সৃষ্টি থেকে নলেন গুঁড়ের রসগোল্লা থেকে
যদি ভীমসেন যোশী থেকে রবি ঠাকুর কিংবা টলস্টয়
কিংবা সবুজ কচুরিপানা থেকে বিছানার চাদর
অথবা লাস্টসাপার ছবিটার প্রতিটা রংএর কনাকে প্রশ্ন করি কেন ? 
উত্তর আসবে মিলে সুর মেরা তুমহারা
শুধুমাত্র ক্রাইসিস,ক্রাইসিস আর ক্রাইসিস।
সময়ের অভ্যেস, অকৃতজ্ঞ মানুষের ঘরে বেনে
বেনে শব্দের মানেটা তুমি বলো ব্যাবসায়ী
আর আমি বলি একটা লুকোনো এডজাস্টমেন্ট
সম্পর্কের মুনাফা
ডেভলপমেন্ট অফ হিউম্যান ক্রাইসিস। 
.
ক্রাইসিস 
.... ঋষি 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...