Tuesday, January 2, 2018

অন্ধকার চিৎকার

অন্ধকার চিৎকার
....................... ঋষি
=====================================================
মাঝে মাঝে ভীষণ পাপ করতে ইচ্ছে হয় 
ইচ্ছে হয় শুন্যতা মাঝে নিজেকে হত্যা করতে।
কারোর বুক চিরে রক্তের স্বাদে
ভীমের মতো চিৎকার করতে।
সময়ের পবিত্র দুর্গতে
মাঝে মাঝে অন্ধকারে থাকতে ইচ্ছে হয়।

মাইলফলক হৃদয় জুড়ে দংশন
কেন ,কিভাবে ,কোন মুহূর্তে এই সব স্বার্থপর শব্দদের বিন্যাসে
নিজেকে বড় অগোছালো লাগে।
তাইতো মাঝে মাঝে নিজেকে হত্যা করতে ইচ্ছে হয়
ইচ্ছে হয় ছড়ানো দংশনের হিংস্রতায়
নিজের রক্ত পান করতে।
ঈশ্বর শব্দের অর্থ খুঁজতে মাঝে মাঝে
ইচ্ছে হয় তোকে স্পর্শ করতে।
ইচ্ছে হয় আমার অমিকে স্বার্থপর অবুঝ ক্যানভাসের বাইরে দাঁড় করিয়ে
চিৎকার করতে তোর নাম ধরে।
হওয়ার শতক পেরিয়ে নতুন বিশ্বের উৎসর্গটায়
আমার এটা হারানোর ভয়।

মাঝে মাঝে ভীষণ পাপ করতে ইচ্ছে হয়
ইচ্ছে হয় সাজানো পূর্ণতার আকাশে নিজেকে আয়নায় দেখতে।
আয়নায় দেখতে নিজের ভয়ঙ্কর পৈশাচিক রূপ
যেখানে সময়ও যুগান্তর।
তাইতো নিজেকে অন্ধকারে হারাতে
আজকাল তোকে হারানোর স্পর্ধা হয়।  

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...