কফিকাপ
,,,,,ঋষি
..........................................................
সহসা এক রেলিং কফি কাপে বৃষ্টি নামে
দুম করে দুরের পাহাড়টা মেঘে ঢেকে যায়,অনিয়মিত সংযম।
জানি মনে পড়ে আমায়,কফিকাপে চেপে ধরে আমার ঠোঁট
অভিমানি সিলেবাস থেকে মুখ তুলে দূরে তাকাও তুমি।
সহসা বৃষ্টি নামে
আমার মুঠোফোনের দরজা খুলে যায় "খুল যা সিম সিম"।
,
হ্যালো, ব্যাস্ত আমি
তখন তোমার রেলিংয়ে কফি কাপে ঝমঝম।
জানলা গুলো ধুয়ে গেছে ভীষণ অভিমান আর অনন্ত প্রেমে
পাহাড়ে তখন ঝুপ ঝুপ বৃষ্টি,কেমন একটা মন কেমন করা।
আমার হাড়িয়ে মেঘে নেশা করা চোখে পড়ে অনিয়মিত যন্ত্রনা
ঝাপসা চোখের চশমাটা শুধু ভেজে তোমার।
বুকের কথা চেপে থাকা কফিকাপ ক্রমশ শুন্য
আর তারপর পাহাড়ে বৃষ্টি।
,
সহসা এক রেলিং কফি কাপে বৃষ্টি নামে
পাহাড়ের উপরটা ঝাপসা তখন,তোমার ঠোঁটে, চোখে বৃষ্টির ছাঁট।
জানি মনে পরে আমায়,টেবিলে শুন্য কফিকাপ
অভিমানি চোখে লুকোনো না বলা তোমার সবটাই অতৃপ্তি।
কফি কাপে তোমার ঠোঁট,আমার একচুমুক
আচ্ছা তৃষ্ণারা এমনি বোধহয় শুন্য চিরকাল।
Thursday, May 10, 2018
কফিকাপ
Subscribe to:
Post Comments (Atom)
অসহায়তা
অসহায়তা ... ঋষি . আমার আজ বহুদিন কবিতা আসছে না না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা চারিদিকের আ...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
আকডুম বাগডুম মেশানো ট্রিম করা কবিতায় গতজন্ম শুয়ে, রোদ্দুর রায় কতটা রোদ্দুর মাখলো, কতটা মাগী ঘাটলো তাতে শুনতে সমস্যা জানি, আরো সমস্যা...
No comments:
Post a Comment