Thursday, May 24, 2018

নীল ডানা

নীল ডানা
,,,,,,,,,,,ঋষি
..........................................................
নীল রঙ আমার প্রিয়
কারন গভীর ও চোখে আমার মৃত্যু লেখা আছে।
লেখা আছে নীল আয়নার জীবন
খোলা আকাশ।
আবলতাবোল ভাবনা তোর বারান্দা থেকে দেখা
নীল পাখি,আর দূরে সমুদ্র।
,
তোকে নিয়ে অনেক কবিতা লিখেছি
লিখেছি তোর পবিত্রতার ভিতর জ্বলন্ত আগুনের কথা।
তোর শরীর ছুঁয়ে শপথ করেছি নীল সে রাতে
অজস্র কবিতার ঋন শুধু তোর কাছে।
নীল দেওয়ালের ঘড়ি, আঁকাবাঁকা পথ,নীল নদী
নালন্দার শেষ ভোরে, সেই ট্রেন।
কান পেতে শোনা লং প্লেয়ারের রবিবাবুর গান
তুমি রবে নীরবে,,,,,,,,,, মম।
,,,,,,,,,,,,,,,,বেঁচে আছি
আজও তুই নীল স্বপ্নের চোখ।
,
তারপর
আরও নীল,আরও কাছে,হাত ছোঁয়া মেঘ।
এবার বৃষ্টি নামবে, তবু নীল আকাশ
আসলে স্বপ্নরা আকাশের গভীরে এমনি হয়।
আবতাবোল ভাবনা, আকাশের গায়ে নীল তুলি
মিশে যাচ্ছে,ঠিক তুই আমার সাথে,নীল ডানা।

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...