সিগারেট
,,,,,,ঋষি
.......................................................
সিগারেট ছেঁকা
তুই বলিস এত সিগারেট খাস না,
আর আমি পুড়ি নিজের ভিতর বাড়তে থাকা ছাই।
তুই বলিস ভালো থাক
আর আমি জানি আমার ভালো থাকা জ্বলন্ত সিগারেট
যা নিজেকে পোড়াতে থাকা।
,
আর কতদিন চলন্তিকা
প্রতিদিন কারখানার ফারনেসে পুড়তে থাকা।
কারখানার ভোঁ
জমতে থাকা ভাঙা ঘর, উড়তে থাকা ধোঁয়া।
নিজের ভিতর কুঠরিতে ক্রমশ গ্রহন,ধুকপুকে কালি
আলতা পড়া পা আমার স্বপ্নিল চোখে।
সিগারেটের ধোঁয়ার মত, চোখ বন্ধ হতে চায়
এইবার শেষ বোধহয়।
হয় না
আশা তুই, আর ভালোবাসা।
,
সিগারেটের ছেঁকা
চামড়ার ইউভি প্রোটেকসন ছিঁড়ে আরও আগুন।
তুই সিগারেট লুকিয়ে রাখিস
আর আমি তোর ঠোঁটে ঠোঁট ঘষে নিকোটিন খুঁজি।
ক্রমশ পুড়তে থাকা জীবন
শেষ হয় না, শুধু ফিল্টার পুড়তে থাকে।
Thursday, May 24, 2018
সিগারেট
Subscribe to:
Post Comments (Atom)
অসহায়তা
অসহায়তা ... ঋষি . আমার আজ বহুদিন কবিতা আসছে না না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা চারিদিকের আ...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
আকডুম বাগডুম মেশানো ট্রিম করা কবিতায় গতজন্ম শুয়ে, রোদ্দুর রায় কতটা রোদ্দুর মাখলো, কতটা মাগী ঘাটলো তাতে শুনতে সমস্যা জানি, আরো সমস্যা...
No comments:
Post a Comment