Thursday, May 24, 2018

মন কেমন

মন কেমন
,,,,,,ঋষি
.................................................................
শেষ দুদিন খুব বৃষ্টি হলো,সাথে ঝড়
মন কেমন।
গভীর আকাঙ্ক্ষায়
নিজেকে বাচাতে চাওয়া, চুম্বন অথবা সংগমে
হুঁশহারা পথিকের মন, শুধু মন কেমন।
.
চলন্তিকা তোর মন ভালো নেই
অনেক দিন হল, তুই ভালো নেই, শুধু মন কেমন।
তুই হয়ত কোথাও আছিস, বাতাসের মত
ধুপের মৌন ঘ্রাণে,আমার লুকোনো প্রেমিকা যেমন।
হুঁশহারা পথিকের মন, অজানা পথ, জানা সে জন
মন কেমন।
শেষ গন্তব্য,শেষ ইচ্ছা
রাখা আছে প্রানের কাঠি, দূরে সরে যাওয়া একলা পথ।
পথের মন পড়ে থাকে,একলা ছড়ানো পথের পাশে
তার সাথে আমি, তুই,,,,শুধু মন কেমন।
,
শেষ দুদিন খুব বৃষ্টি হলো
একলা ভেজা পথের সাথে লুকোনো সে পথ।
চলন্তিকা আজ তুই ভালো নেই
আমার লুকোনো মন যেমন,,,মন কেমন,
শুধু পথ আর পথিক আমরা যেমন।

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...