Monday, August 20, 2018

চুপ আছি

চুপ আছি
.... ঋষি
============================================
অনেক কিছু বলা হয়ে ওঠে নি
ঘুম ভাঙা সকালের শেষ আলো থেকে আজও সমুদ্র জাগে।
মানুষ বলে ভালো আছি
আসলে ভালো থাকাটা একটা ভাবনা ,
তবে সত্যি কি  ভাবনায় ভালো থাকা যায় ?
.
সকালের অসংখ্য বিচরণ
জলাভূমি থেকে উঠে আসা নোনতা ঘামোট গন্ধ।
সকালের শিশিরের জেগে ওঠা থেকে ধারাপাত
বাঁচার ভাষা ,বাঁচার নামতা ভালো আছি।
ভালো আছি
আসলে তোর চোখের কালিতে জমে থাকা স্বপ্ন বাস।
কিংবা তোর বুকের দাবানলে জ্বলতে থাকা আগুন
যাকে খুব সহজে সহ্য করা যায়।
ভালো আছি
কতগুলো শব্দ জুড়ে যেন কোন বিশাল আকাশ
বাঁচার আশা।
ঠিক কোন জঙ্গলের সবুজ প্রলেপে
বেড়ে ওঠা আগামী।

অনেক কিছু বলা হয়ে ওঠে নি
হয়তো আগামী জানে কিছু অন্ধকার সমুদ্রের ভাসতে থাকা নৌকো।
নৌকোর ছায়ের ওপর অন্ধকার আকাশে অসংখ্য নক্ষত্র
চুপ আছি
খুব ভালো আছি।

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...