Sunday, August 26, 2018

দেও ফিরিয়ে সেই অরণ্য

দেও ফিরিয়ে সেই অরণ্য
,,,,,ঋষি
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
কি হল কবি তুমি কাঁদছো?
,
আকাশ কুসুম স্বপ্ন, সত্য,অরণ্যের দাবানল।
পূড়ে যাচ্ছে
হাজারো বছরের আগুনে আমার সভ্যতা।
,
এই ক্রীতদাস সময়,অশ্লিল প্রযুক্তির মালিকানা
মানুষ খুব কাঁদছে।
একটু আলো,সবুজের স্পর্শ,ম্যান্ড্রেকের ছড়ি
গিলি গিলি গে,
দেও ফিরিয়ে আমায় অরণ্য।
,
কি হল কবি তুমি হাসছো?
,
,,,,,,অধিকার,,মানুষগুলো সব দৌড় আর দৌড়
নিজের আয়নায় নাটক।
ঘরের ভিতরর ঘর, আর বারান্দায় দাঁড়ানো মানুষের মন হাতড়াচ্ছে
,,,,,,অন্ধকার,,,,দেওয়ালে পিঠ,
শালারা সব নাটুকে।
,
নগ্ন সময়
সবুজের খোঁজ বুকের ভাঁজে লুকোনো শ্যাওলা।
আদিম বৃক্ষ,আরও আদিম সভ্যতা
জেগে ওঠো, উঠে দাঁড়াও, হাত বাড়াও
আরও সবুজ,,  সত্যি
দেও ফিরিয়ে সেই অরণ্য।

1 comment:

তবু ভোট দি

এক একটা নির্বাচন আসে  আমাদের নির্বাসিত জীবন আরও ভয়ানক গরীব হয়ে যায়  আমাদের খিদে পায়  অথচ ভোটের বুথে খিদের কোনো চিন্হ নেই , খিদে না খিদের মতো...