অভ্যাস
,,,,,,,,,ঋষি
.............................................................
নীরব অক্ষরে লেখা প্যাপিরাসের ভাষা
বিচিত্র কিছু ভাবনার দরবারে ভাঙা চোরা সম্বল
চোরাপথে জীবন।
বৃষ্টির ফোঁটাগুলো আজকাল ধুলোর উপর দাগ টানে
তারপর বাড়তে থাকা জল রাস্তায় দাঁড়িয়ে
অভ্যাস।
,
ঠিক এইভাবে
তোমার চারগন্ডীর বাইরে দিকচক্রবালে গোপন স্বপ্ন
আশ্রয়ের খোঁজে।
হয়তো তোমায় আমি জানি কবিতার পাতায়
লুকোনো গোলাপ।
শুকিয়ে যাওয়া অভিমান,বাড়তে থাকা গলা জলে
তখন আশ্রয়।
মিথ্যা বিলাপের পৃথিবী থেকে উঠে আসা বেহায়াপনা
তখনও অভ্যাস।
,
নীরব অক্ষরে লেখা পুরোন হিরগ্লিফিক অধ্যায়
ভাবনার ইচ্ছে ছিঁড়ে অসংখ্য তারাখসা
মনে যেন বৃষ্টি ফোঁটা।
অসময়ের বৃষ্টি তোমার বুকের কালসিটেগুলো চিরকাল
মনে পড়ে সেদিনও বৃষ্টি ছিল
শুধু নীরব সময়ের অধিকার তোমার লুকোনো আয়নায়।
Tuesday, August 21, 2018
অভ্যাস
Subscribe to:
Post Comments (Atom)
তাহাদের কথা
কারা ? . কারা হাসে রোজ মোগলাই আর চাউমিনে? কারা আরও ভিখিরি দিন প্রতিদিনে। . কারা কাজ করে? কারা দেখায় কাজ করে কারা সময় গড়ে? কারা দেখে সময়...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
আকডুম বাগডুম মেশানো ট্রিম করা কবিতায় গতজন্ম শুয়ে, রোদ্দুর রায় কতটা রোদ্দুর মাখলো, কতটা মাগী ঘাটলো তাতে শুনতে সমস্যা জানি, আরো সমস্যা...
No comments:
Post a Comment