Tuesday, August 21, 2018

অভ্যাস

অভ্যাস
,,,,,,,,,ঋষি
.............................................................
নীরব অক্ষরে লেখা প্যাপিরাসের ভাষা
বিচিত্র কিছু ভাবনার দরবারে ভাঙা চোরা সম্বল
চোরাপথে জীবন।
বৃষ্টির ফোঁটাগুলো আজকাল ধুলোর উপর দাগ টানে
তারপর বাড়তে থাকা জল রাস্তায় দাঁড়িয়ে
অভ্যাস।
,
ঠিক এইভাবে
তোমার চারগন্ডীর বাইরে দিকচক্রবালে গোপন স্বপ্ন
আশ্রয়ের খোঁজে।
হয়তো তোমায় আমি জানি কবিতার পাতায়
লুকোনো গোলাপ।
শুকিয়ে যাওয়া অভিমান,বাড়তে থাকা গলা জলে
তখন আশ্রয়।
মিথ্যা বিলাপের পৃথিবী থেকে উঠে আসা বেহায়াপনা
তখনও অভ্যাস।
,
নীরব অক্ষরে লেখা পুরোন হিরগ্লিফিক অধ্যায়
ভাবনার ইচ্ছে ছিঁড়ে অসংখ্য তারাখসা
মনে যেন বৃষ্টি ফোঁটা।
অসময়ের বৃষ্টি তোমার বুকের কালসিটেগুলো চিরকাল
মনে পড়ে সেদিনও বৃষ্টি ছিল
শুধু নীরব সময়ের অধিকার তোমার লুকোনো আয়নায়।

No comments:

Post a Comment

তবু ভোট দি

এক একটা নির্বাচন আসে  আমাদের নির্বাসিত জীবন আরও ভয়ানক গরীব হয়ে যায়  আমাদের খিদে পায়  অথচ ভোটের বুথে খিদের কোনো চিন্হ নেই , খিদে না খিদের মতো...