তোর শব্দ
,,,,,,,ঋষি
,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, , ,,,,,,,,
তোর কথা মনে পরে
প্রথাগত নিয়মের ওইপাড়ে দাঁড়িয়ে আমি।
কিছু শব্দদের ভীড়
কিছু প্রলোভন,আগুনে ছুঁয়ে থাকা আমি তুই।
কফিশপে চুমুকে চুমুকে লেগে থাকা মুহুর্ত
ছুঁয়ে যায় ঠোঁট।
,
তোর বুকের পুড়ে যাওয়া দাগটা আসলে আমি
আর আমার আমিত্ব পুড়তে থাকা তোতে।
এই সব আমি, তুই শুধুই একা থাকা
গভীর গহীন মুহুর্তে তোর আখরোট ঠোঁটে
আরও একা।
প্রতিটা মীমাংসা নিজের সাথে একটা সাদা বেড়াল
যে শুধু চুপিচুপি হেঁটে যায় বুকের উপর।
কোন শব্দ নয়
অথচ অজস্র শব্দ খুঁজতে থাকা।
,
তোর কথা মনে পড়ে
ছড়ানো শিউলি পথে তোর গভীর গন্ধ।
নিশুতি রাতে আকাশ থেকে নেমে আসে গভীরে তুই
আর কিছু মুহুর্তের টিক, টিক।
ঘড়ির কাঁটা থেমে যায়,থেমে যাওয়া আমি
পিছনে ফিরে খুঁজি তোর না বলা শব্দদের।
Sunday, August 26, 2018
তোর শব্দ
Subscribe to:
Post Comments (Atom)
তাহাদের কথা
কারা ? . কারা হাসে রোজ মোগলাই আর চাউমিনে? কারা আরও ভিখিরি দিন প্রতিদিনে। . কারা কাজ করে? কারা দেখায় কাজ করে কারা সময় গড়ে? কারা দেখে সময়...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
আকডুম বাগডুম মেশানো ট্রিম করা কবিতায় গতজন্ম শুয়ে, রোদ্দুর রায় কতটা রোদ্দুর মাখলো, কতটা মাগী ঘাটলো তাতে শুনতে সমস্যা জানি, আরো সমস্যা...
No comments:
Post a Comment