Tuesday, August 1, 2023

জানি ভিজতে চায়



একদিন বৃষ্টি ফোঁটায় যারা বুক চিতিয়ে মুক্তি চেয়েছিলাম 

ইদানিং সেই বৃষ্টি ফোঁটারা আগুন হয়ে নামে তাদের বুকে ,

সকলের বাড়ির ছাদে গোলাপ কুঁড়িগুলি বৃষ্টির দিকে তাকিয়ে থাকে 

সময়ের অন্তরালে বাড়তে থাকা কলরবের কাছে 

এই বৃষ্টি বড় বিরক্তির  

অথচ কোথাও যেন এই শহরের গভীরে অবিরত বৃষ্টি।

.

হাঁটু জল সকলের বুকের কিনারায় 

গড়িয়ে নামে শহরের গাড়ির কাঁচে বৃষ্টি ফোঁটারা 

ওইপার শব্দ করে ,বুকের ভিতর হঠাৎ বড় আতংক  

নিয়ম করে এই বৃষ্টি ফোঁটাদের মুছতে চায় নিয়মের শহর। 

বাড়ির জানলার শার্শিতে বৃষ্টির ফোঁটাদের হুড়োহুড়ি 

ভিড় করে বাড়ির ভিতর থেকে উঁকি মারা মুখগুলো 

উদাসীন চোখগুলো, 

জানি ভিজতে চায় 

কিন্তু ভয় করে আগুনের মতো বৃষ্টি যদি নীরবে পোড়ায়। 

.

জানি ভিজতে চায় 

... ঋষি 

 


 

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...