আতস কাঁচের নিচে ইদানীং নিজেকে দেখে অবাক হই
আমার মত এই শহর
কবিতার শব্দে খোঁজে ফেরে মনের মানুষ,
সত্যি বলেছে কেউ
মানুষের বোধগুলো সব তথাগত
আর সমস্যাগুলো কোথাও মানুষসৃষ্ট ব্যাকরণ।
.
বহুদিন আমি ভালো করে খাইনি
বহুদিন এমন কোনো কবিতা লিখি নি যেখানে জীবিত মানুষ
বহুদিন তোমার ভিতর ঢুকিনি
বহুদিন দরজা খুলে আলোর মুখোমুখি দাঁড়াইনি পর্যন্ত।
যেন সময়ের দরজায় যেমন তথাগত
বিশ্লেষণহীন ভঙ্গিতে
" বুদ্ধং শরণং গচ্ছামি: ধম্মং শরণং গচ্ছামি: সঙ্ঘং শরণং গচ্ছামি "
একটা বোধ
আমাদের আগামী যদি রাহুল হয়ে যায়।।
.
তথাগত একটা বোধ
..ঋষি
No comments:
Post a Comment