বানান ভুলের শব্দগুলো কথার সাথে ভিজে অসুস্থ বিছানায়
এই মুহুর্তে নিংড়ে নিচ্ছে পতন,
অথচ শব্দহীন একটা মেহফিলে সম্পর্ক লেখা হচ্ছে
আমি মিথ্যে বটে সেখানে
তবে তার থেকেও মিথ্যা পতনের শব্দ।
.
বিশ্বাস আর অহংকারের মাঝে এ শহর শ্বাস কষ্টে ভুগছে
সত্যি বলা মানা
তবুও ভিজে শহরের জানলায় এক আদিম পুরুষ
বৃষ্টিতে ভিজে মেনে নিচ্ছে তার অপরাধ
স্বীকার করছে গোপন পাপ।
.
পতন
... ঋষি
No comments:
Post a Comment