বছর কিছু পরে
.. ঋষি
অহংকারে জ্বালানো সময়সুচী
অহল্যার নি:শ্বাস,
বিশ্বাস ক্লান্ত এই পৃথিবীর পথে যদি কোনদিন
এক মুহুর্ত, এক সেকেন্ড, এক পলক
আবারও যদি দেখা হয়
চিনতে পারবে কি?
,
আবার বছর কিছু পরে
এমনি কোন বৃষ্টিবহুল দিনে আমি বাসস্টান্ডে
চুলের বারান্দায় সেদিন তোমার সাদা শিউলি ছোঁয়া,
একটা অপরাধ যখন অজুহাত হয়ে দরজা খুলে দাঁড়ায়
সেদিন বৃষ্টি হয়,
সেদিন তোমার মত আমারও বাসের জানলার কার্নিশে
দীর্ঘশ্বাস টিপ টুপ ঝরে
বাসস্ট্যান্ডে একের পর এক বাস চলে যায়
পথিক পথ হারায়।
.
আজ আর বলার কিছু নেই
অচেনা সরগমে বাজতে থাকে আর কিছু নেই
সবকিছু যেমন শেষ হয়
ঠিক তেমনি শুরু, কিন্তু,ওই কিন্তুটা থেকে যায়।
থেকে যায় বছর কিছু পরে এক অচেনা বিকেলের স্বপ্নে
পাশাপাশি হাঁটা,অনেকগুলো যত্ন, নিস্তব্ধ বাঁচাটুকু।
জানি আবারও বৃষ্টি হবে
জানি দিন বদলাবে ঠিক
কিন্তু সময়ের কাঁচে কিছু চেনা দাগ আরও স্পষ্ট হবে
আর অস্পষ্ট হবে চোখের ঝাপসা কাঁচে তোমার মুখ।
No comments:
Post a Comment