Monday, August 14, 2023

কাবিলিয়ত

এক অদৃশ্য কাবিলিয়ত নিয়ে
দিনের থেকে দেশ,আগুনের থেকে রাত
চৌদ্দ ,পনেরো ,তেইশ , উনত্রিশ
গেরুয়া ,সাদা,সবুজ 
শুধুই তারিখ
তারপর তারিখ,তারপর ফুর্তি ,
তারপর ....
.
পুড়তে থাকা মনিপুর
ধর্ষিত  নারী শরীর দুমড়েমুচড়ে পরে আছে পতাকার নিচে
আসলে এই সময় নারীর সমার্থক শরীর,
তারপর ও মেরে বতন কে লোগো 
ফুটবল ম্যাচ ,দারুন পাশ ,সোজা সুট
গোল
স্বপ্নদীপের মত হাজারো ডোরাকাটা মৃতদেহ মোড়া আমার জাতীয় পতাকা।
.
মশাই ঘোর দুর্দিন চাকরীটা নেই আর
শুনতে পাচ্ছেন চাকরী না পেয়ে ছেলেটা গলায় ফাঁস দিল,
মেয়েটার বিয়ে দিয়েছিলাম ,বাচ্চা হয় নি ফিরে এসেছে
পাশের বাড়ির মেয়েটার আজ দুবছর  ডিভোর্স হয়ে গেছে।
আজকাল তুমি আর যোগাযোগ রাখতে চাও না
কবিতা লিখে পেট ভরে না
দেশ উদ্ধার হয় না,
ওই যে কাবিলিয়ত
কুত্তার হাতে মানুষের গলার বকলেস
কদম কদম বরায়ে যা, খুশি কে গীত গায়ে যা
মাথা নিচু করে বাঁচো,
তবু হাততালি দিতে হবে পতাকা উড়ছে
আজ স্বাধীনতা দিবস।
হঠাৎ একটা হাওয়ায় ফায়ার তুমি বলতে গান সুট
সীমান্ত থেকে ফিরে আসছে পতাকা মোড়া কফিনবন্ধ মৃতদেহ 
জানি তুমি আর আবৃত্তি করবে না
রাজনীতি করার দায়ে সেই বৃদ্ধ, সন্তানের গুলিবিদ্ধ মৃতদেহ আঁকড়ে আবারও কাঁদবে
আবারও কোন বৃদ্ধা রেলগেটের পাশে দাঁড়িয়ে ভিক্ষা করবে
তবু রমরমিয়ে স্বাধীনতার নামে ব্যবসা চলবে
উৎসবে সবাই সামিল
আসলে আমাদের কাঁদতে নেই 
সত্যি বলতে নেই
তবে স্বাধীনতার নামে বিরিয়ানির প্যাকেটটা তুমি পাবে না।




No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...