বেশ একটা অন্যরকম থ্রিলিং
কারাগারের ওপাশে দাঁড়িয়ে আছে একদা এক প্রেমিক
আর এপাশে এক পৃথিবী ,
রাজা বলে তুই পাগল হয়ে যা
রাজা বলে তুই আমার হয়ে যা
আর রক্তকরবী হাসে ,হাসে কিংবা কাঁদে ,চিৎকার করে
বলে রাজা তুই অপরাধী ,তোর শাস্তি সত্যিটুকু।
.
ঠিক এই সময় আকাশ থেকে ঈশ্বরের দুটো পালক ঝরে পরে
একটা পালক সত্যি ,একটা পালক মিথ্যা না শুধু সময়
রক্তকরবী সত্যি কুড়িয়ে নেয় বুকের মাঝে ,
আবার চিৎকার করে ,কাঁদে
রাজার উদ্দেশ্যে বলে
ভালোবাসা সে তো ছিল কোনো একদিন ঈশ্বরের ঘরে.
আজ শুধু কারাগার সত্যি
আজ শুধু বেঁচে থাকা সত্যি
রাজা তুই মিথ্যা
রাজা তুই আর কারাগার আজ একটা সত্যি।
.
কারাগার
... ঋষি
No comments:
Post a Comment