Tuesday, December 3, 2024

শূন্য

শূন্য' একটা নিউমরিক শুরু অথচ শক্তিশালী ভাবনা
আগে থাকলে দাম নেই আর পিছনে থাকলে নতুন শুরু
সম্পর্কের জুড়ে থাকায় যেমন শূন্য' আছে
সম্পর্কের দূরত্বতে সেই শূন্যই' থেকে যায়। 
আমরা আছি, আমরা থাকবো 
এটা একটা অসীম, একটা শূন্য'
আবার আমরা আছি শুধুই থাকতে হবে বলে
সেটাও শূন্য',একটা অস্থিরতা। 
.
ইদানীং এই শূন্যর খেলায় শহরটা দৌড়চ্ছে
কেউ শূন্য সময়ের  মধ্যে হেঁটে যায়
আবার ক্লান্ত হবে বলে,
কেউ আবার এই শূন্য সময়ে দাঁড়িয়ে টাকার পিছনে শূন্য বাড়ায়
কেউবা অকাল ব্যারিকেডে এপারে দাঁড়িয়ে খোঁজে
দূরে কোন শূন্য স্বপ্নের জাস্টিস
কেউ পিছু ফিরে অতীতপ্রিয়তায় বোঝে শূন্য।
.
তাই শূন্য ভীষন জরুরী এই সময়
কারণ আমরা শূন্য সাঁকোর মাঝামাঝি দাঁড়িয়ে 
আয়েসি বিপ্লবের মতো জীবনটাকে ভাবি।
শূন্য হলো ভীষণ সেন্সিটিভ 
সে আসলে প্রতিটা মানুষের ভিতর মুক্তি
শূন্যর কোলে কোন হিংসা,রাজনীতি,ঠকানো
ছোট, বড়, ধর্ম,,ভালোবাসা,প্রেম, মুক্তি
না কিছু নেই
কারণ শূন্যর পরে যে কিছু পরে থাকে না। 
তাই শূন্য একটা একলা গন্তব্যের নাম
শূন্য মানে মুক্তি
শূন্য একটা অনুভুতি,
শূন্যর স্থপতি হলো সময়ের নির্লিপ্ততা
যা মানুষকে আজন্ম পোড়ায়
তাই  শূন্যকে মেনে নিও
        মেনে নিতে হয়।
.
শূন্য
..ঋষি 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...