Monday, December 9, 2024

পায়ের ছাপ

দৃশ্যের চৌকাঠ থেকে অদৃশ্য ব্ল্যাকহোল
কয়েকশো বালিঘড়িতে জীবন
জীবনের লুকিং গ্লাসে অনবরত সময়ের বায়োপসি 
একটা রুপকথা যেন এক তুমুল অতীত
জানি না কেন ঈশারায় ডাকে পিছনে 
বাঁচতে চায় না বাঁচাতে সেটাই কিছুতেই বুঝি না।
.
বর্তমান যেন এক মিরাকল কনসার্ট 
নস্টালজিয়া নেমে আসে জীবনের আলপথ বেয়ে
অসংখ্য অজানারা মাথার মই বেয়ে বেহায়া যখন
তবুও বুঝেও না বোঝা,জেনেও না মানা,
তবুও দু-চোখে  এক স্বপ্ন মাখা ভবিষ্যতের জন্ম
সত্যিতো হাতের ছাপ কখনও অধিকার বিস্তার করে না
তোমার অধিকার খোঁজে সময় থেকে যযন্ত্রনা।  
.
আমাদের পূর্বজন্ম বলে একটা অধিকার থাকে
কিন্তু পরজন্মে অধিকার শব্দটা অভিধানের বাইরে
আমাদেরর অগণিত স্মৃতির পিক্সেল থেকে
আলো, রঙ, মায়া মিলেমিশে একটা ভুলভুলাইয়া।
ফাইবার অপটিক্স সি আর ও ব্রেডবোর্ড হয়ে মনিটর
রক্ত মাংস ফুরিয়ে এখন রোবটিক্স আমরা,
আমাদের সম্পর্করা যেন প্লাস্টিকে মুড়ে রাখা জীবন
যা ধুলো,মাটি,মাকড়সার জাল থেকে বাঁচানো 
কিন্তু সত্যিটা লুকোনো
ঠকছি আমরা
ঠকাচ্ছি আমরা
অথচ বারংবার বিস্ফোরণে ছিন্নভিন্ন পায়ের ছাপ
ক্রমশ আমরা মুছে ফেলছি
       হয়তো মুছতে চাইছি.... 
.
পায়ের ছাপ
... ঋষি 
.





No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...