চিৎকার করে বলেছি আমি বারংবার ভালোবাসি
প্রকাশ্য চুমুর মতো একদিন বিকেলের রাজপথে
প্রমান করেছিলে তুমি ভালোবাসি ,
এতো চিৎকার থেকে বুলেটের গরম সিসে ছিটকে
মানুষ আবদ্ধ মানুষে,
আমি বসে আছি তোমার পায়ের কাছে
তুমি বোঝোনি তফাতে বলেছিলাম ভালোবাসি।
.
উদ্ধত যুবকের কলারে লিপস্টিকের দাগ ছন্নছাড়া
প্রমাণ ভালোবাসা,
বেপরোয়া যুবতীর শীর্ষসুখে সম্মোহন
আজীবন এক চরম মুগ্ধতা প্রমাণ ভালোবাসা,
ভালোবাসা অবিশ্বাস্য মন্ত্রে স্তব্ধ করে দেবে জানি
জানি আমার মতো ব্যর্থ কবির সততার প্রামাণ্যদলিল
মিথ্যে হয়ে যাবে একদিন
জানি তুমি জিতবেই, ভালোবাসা জিতবে জানি।
.
এ কানা শহরে কোনও এক অসুখের সন্ধ্যায়
আমাকে তুমি ভালোবেসেছ বলে দু'একটা কাগজফুল
আমি গুছিয়ে রাখছি খুব যত্ন করে,
সময়ের বালাপোষে একটা মনখারাপের শীত থেকে
গুছিয়ে রাখছি কিছু অগোছালো স্মৃতি ।
জানিই তো বুকের ভেতর কিছুই তো আর রাখা নেই
অনেকটা পিছিয়ে গিয়ে শুরু করে হেরেছি বারংবার
তাই আর ভয় নয় বরং জড়িয়ে ধরেছি জীবন।
"কবুল হ্যায় " বলে বহুদিন একলা হেঁটেছি আমি
বহুদিন আজ নিজের ঠিকানায় শুধু সময়ে পরবাস
হাতের তালুতে ক্রমাগত বাড়তে থাকা রেখা,
জানি তবুও থেকে গেছি কারণ
তুমি শিখিয়েছো আমায় ভালোবেসে নষ্ট হওয়া যায়
কিন্তু নষ্ট করা যায় না।
.
কবুল হ্যায়
ঋষি
No comments:
Post a Comment