তার প্রিয় ঋতু গ্রীষ্ম, তবু এই শীত
তার প্রিয় রঙ অস্তরাগ,তবু এই ডিসেম্বর
তার প্রিয় ডাক অধিকার,তবুও এই ইন্তেজার
তার প্রিয় গল্প বিচ্ছেদ,তবুও ঘৃণা ভালোবাসা
তার প্রিয় স্বপ্ন একলা,তবুও তো সাথে থাকা
তার প্রিয় অসুখ আমি, তবুও তো নিয়ে বাঁচা।
.
এই অবধি ভাবতে ভাবতেই পেরিয়ে ফেলা আয়ু
এক উটকো ডিসেম্বর ফুরিয়ে আসে
শহরতলি থেকে তীব্র চেষ্টায় শীতের হাওয়ায় আনন্দ
এক নতুন বছরের আশায় বাঁচে,
প্রতিদিন ক্লান্তিরা চোখের পাতায় মোমবাতি জ্বালে
আলো আসে, আলো যায়
শিখাটুকু কাঁপতে থাকে,
যেমন আসন্ন শীতের সুখে অন্ধকার মানুষের উৎসব।
.
একটা অবাধ্য শীতের সাথে তোর কী সম্পর্ক ?
একটা মুসাফির জীবনের সাথে তার কিসের পরিচয়?
এক বুনো ঘোড়া যেন দৌড়চ্ছে
আর এভাবে একটা গল্প ফুরোচ্ছে
আর খুব গভীরে জগজিৎজ্বী গাইছেন...
" তুম ইতনা জো মুসকুরা রেহে হো
ক্যা গ্যাম হ্যা জিসকো ছুপা রেহে হো ",
আর আমি অকপট মুখস্থ করছি এক ডিসেম্বরে
তার প্রিয় গল্প, বিচ্ছেদ
তার প্রিয় সুখ,অভিমান
আর তার প্রিয় ক্ষত নিজেকে।
.
তুম ইতনা জো মুসকুরা রেহে হো
.. ঋষি
No comments:
Post a Comment