Thursday, October 19, 2017

জার্নি টু লাইফ

জার্নি টু লাইফ
...ঋষি
======================================
একটা দিন
নীরব কিছু উপাখ্যান মানুষের ছাপোষা জীবনে।
সময়ের মতো হাইওয়ে মানুষের আসাযাওয়া
অদ্ভুত কিছু কাটতে থাকা মুহূর্তদের কাছে পাওয়া।
সবটাই কেমন যেন ব্যস্ত থাকা স্বভাব
স্বগোত্রীয়দের মতো ছিটকিনি আর তালা ঝোলানো চেতনা।

কোনো হাইওয়ের যাওয়া ,আসা সময়ের ফাঁকে
হঠাৎ ছুটে আসা কোনো আশার ঝিকিমিকি।
রাত্রের অন্ধকারে গর্জে ওঠে হেডলাইট
ফোকাসে তুমি জীবন,
আর মানুষ হা হুতাশে কাটাতে থাকা দীর্ঘশ্বাস।
কোনো না শেষ হওয়া কাব্যের সিকোয়েন্সের মতো
শুধু অপেক্ষার ভারবাহী বোঝায় লরি।
অনেকদিন হলো হাইওয়েগুলো শুধু নিয়মিত দিনভর
রাস্তার পিচে ঋতুরা ক্রমশ অভ্যস্ত ভাঙা গড়া।
আসে পাশে ছড়িয়ে ছিটিয়ে আবর্জনা
কোনো অসমাপ্ত জীবনের ঝুলকালি।
গভীর বোধ শুধু হঠাৎ ব্রেক মেরে দাঁড়িয়ে পরে
কিন্তু না শেষ হওয়া রাস্তা জার্নি টু লাইফ। 

একটা দিন
নিয়মবোধ ,স্বাভাবিক সকাল থেকে দিন ভর হাইওয়ে।
আজকাল গাড়ির শব্দে ঘুম চলে যায়
নেশা জীবন শুধু হাইওয়ে ধরে ছুটতে থাকে।
মানুষের স্বভাব
মানুষ শুধু গন্তব্যের খোঁজে চলন্ত হাইওয়ে। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...