Sunday, October 22, 2017

ইতিহাস

ইতিহাস
... ঋষি
===========================================
কোন ইতিহাস লিখবো ?
যে সময়ের অতীতের কালগুলো শুধুমাত্র ভ্রম। .
শিশুপাঠ্য বৈচিত্রের বাইরে যে শহর শুধু
আলোর জ্বলা আর  নেভা।
আমার শহরে তোমার মতো বরফ পরে না স্যানোরিটা
শুধু মানুষের হৃদয় গুলো বরফে জমা মৃত।

তোমার দস্তানা সাইজের একটা সাদা দেশ
আমি মাঝে মাঝে স্বপ্নে দেখি।
একবারের বেশি কখনো জানতে চাই নি তোমার ফার্নেসের গরম ওম
শুধু ইতিহাস বদলে গিয়ে দূরত্বটা আমার শহর।
অ্যাডামের আপেলে যে সভ্যতা বিষ ছিল , সেটাই ইতিহাস
আর ইভের ভৌগোলিক লিমিটেশন সেটা ইলাস্ট্রেশন ।
ছদ্ম-যুদ্ধ ,নিজের সাথে নিজের সংঘাত
ধুস এটা ইতিহাস নাকি।
বরং বুদ্ধের পর্যটকের মন্ত্রভূত চাবি শুধুই ইতিহাস। .
বুদ্ধং, ধর্মং, সঙ্ঘং
সময়ের যাত্রা শুভ হোক ইতিহাসের দিকে।

স্যানোরিটা  তোমার শহরের খবর কি বলো
ইতিহাসের সন্ধিক্ষণের ওপর আর কন্সট্রাকশনের নীচে ফ্লাইওভার।
ক্লিওপেট্রা কখন নামবেন এই শহরে?
এই রাতভোর, আড়াইটের মতো বাজলো বোধ’য়।
কিছু ঘোষণা করেছেন উনি  এই শহরের কোনো ইতিহাস নেই.
তবে কেন লিখবো আমি ইতিহাস । 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...