Saturday, October 21, 2017

তোমার কথা

তোমার কথা
.... ঋষি
=============================================
আমি সেই মেয়েটাকে চিনি
যে সময়ের থেকে একলা কোনো দিনে বৃষ্টিতে ভেজে।
যার হাওয়ায় উড়তে থাকা আঁচল গন্তব্য খোঁজে
খোঁজে আশ্রয়ে কোনো গভীর ওম।
সেই মেয়ে আয়নার সামনে দাঁড়িয়ে খোঁজে ফেরে সোহাগের মাটি
সোনার কাঠি, রুপোর কাঠি রূপকথা।

আনন্দ শব্দের সাথে তার পরিচয়
যখন রিনিঝিনি বৃষ্টি তার শরীর বেয়ে ,হৃদয়ের ভাঁজে সময় খোঁজে।
জানলার বাইরে তখন এলেমেলো হাওয়া
সেই মেয়ে ভাসতে থাকে ,খুঁজতে থাকা চেনা প্রশ্রয়।
সময়ের আকুলতা সময় বদলে যায়
হাওয়ায় হাওয়ায় তখন তুমুল পক্ষিরাজের একলা ছোটা।
মন কি চায় সে খুব ভালো বোঝে
ভালো বোঝে তার পরিচয় আর  সময়ের খামে তখন নিরামিষ গন্ধ।
মেঘের স্কার্টে খোঁচা মেরে তখন সেই মেয়ের চোখে জল
দুহাত বাড়ানো বুকের ফাঁকে চেনা সময় হ্যাঁচকা টান মারে।
খুলে যায় বুকে আঁচল
সারাবুকে সেই মেয়ের কালসিটেরর দাগ।

আমি সেই মেয়েটাকে চিনি
যার সময়ে  লেগে আছে বৃষ্টি মাস চিরকাল।
যে ভিজছে একলা দাঁড়িয়ে সময়ের বৃষ্টিতে কোনো অসময়
বৃষ্টির রেশ বাড়তে থাকে,বাড়তে থাকে আশ্রয়ের খোঁজ। 
ঈশ্বরের স্বপ্ন চোখে সেই মেয়ে বৃষ্টিতে ভেজে
ঠিক এই লাইনে এসে আমার মনে পরে তোমার কথা।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...