Sunday, October 22, 2017

স্বপ্ন দোষ

স্বপ্ন দোষ
..... ঋষি
========================================================
বাঁশির শব্দ, শিস, শাঁখ
বিপন্ন অবসন্ন সিগারেটে লেগে থাকা স্বপ্ন দোষ।
বেফালতু বিপ্লবী অভ্যুত্থান,সময় সময় আগুনে জমা ঘি ,মোমবাতি মিছিল
উৎসবের জোয়ারে এক কোনে অভ্যুর্থান বিপ্লব অমর রহ।
বলছে কে অস্বাভাবিক শাদা এক  হাতি , একজন ফেক হিপোক্রিট
যার নাম তুমি কখনো জানতে পারবে না।


খড়ের স্তূপে এ’ এক আগুন লেগেছে
জ্বলে উঠছে হঠাৎ! তড়িঘড়ি নিভে যাচ্ছে।
অসুস্থি ,কালো ধোঁয়া ,শালারা নিকোটিনকে ক্যান্সার বলে
আর আমি বলি বিষে বিষে বিষক্ষয়।
তোমার রক্ত  কোনটা,তোমার জাত কোনটা
মেজরিটি আছে মাইনাসে  আর মাইনরিটি ধরেছে বাজি।
যুদ্ধ-বিরতি ডাকা হলো ,বিপ্লব শুকিয়ে মোর গেলো
অস্বাভাবিক একটা সুর দাও দেখি আমায়।
কম্প্রোমাইজ  করো
না না, হারমোনি-টারমোনি চাই না
শুধু জাগা সিগারেটের রিঙে বিপন্ন ,অবসন্ন স্বপ্ন।
কোনটা পছন্দ করবে
ক্রোধ না অবিদ্যা,না যৌনতা ,না বেঁচে থাকা
শুধু বেঁচে থাকতে চাই তাই শহরের বাতাসে শুধু রেমেকি বাঁচা।

বাঁশির শব্দ, শিস, শাঁখ
সব পাওয়া যায় গুগুল সার্চ  ইন্টারনেটের স্পীড মিটারে।
স্বপ্ন মরতে মরতে বিদ্রোহ হয়ে যায়
আর বিদ্রোহ লোডশেডিং হলে সময়ে প্রফিট মার্জিন।
এক ব্যাগ চাল  সময়ের খিদে না এক স্বপ্নের গণতন্ত্র
গণতন্ত্র নিপাত যাক বাঁচাটা জরুরি। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...