Saturday, October 21, 2017

তোমার কথা (৩)

তোমার কথা (৩)
.... ঋষি
===============================================
রাত্রি এসে হাজির হতেই
খাঁচাসুদ্ধ সময়   পালালো সে এক দৃশ্য, আর গভীর দর্শন তুমি।
অন্ধকার  বালিশে গলা রেখে, সময় থমকে দাঁড়ানো
নিয়মিত।
রোজ ঘুমঘোরে ইচ্ছার সিড়িতে পা ফস্কে অন্ধকার  আঁকড়ানো স্বভাব
ঘুম ভেঙে যায়।

ঘুম ভেঙে যায় প্রতিরাতে বারংবার
ক্ষতরা আসে যায় ,আবার কখনো আঁকড়ে থাকে জোকের মতো
রক্তের দরজায় নুন দিয়েও স্বস্তি নেই।
আমি একই দরজায় দাঁড়িয়ে প্রতিবার চিৎকার করি ,মাথা ঠুকি
any body in home?
দীর্ঘ সিঁড়ির  সারি সারি আমায় হাতছানি দেয়
আমি ভীনদেশী তারাদের আড়ালে শরীর ঢাকি।
বহু নিষিক্ত জতুগৃহ আমার জংলা পায়ে শেকল হয়ে যায়
বানান করে পড়তে থাকি তোমার নাম।
তার হৃদয়স্ত কোনো সংলাপে চিৎকার করি
ডেসডিমনা আরো আলো ,আরো আলো
প্লিস প্লিস  .......... ঘুম ভেঙে যায়।

রাত্রি আসে হাজির হতেই
শব্দরা খাঁচাবন্ধ পাখির মতো ছটফট করে কবিতার ছলে।
চিৎকার করা সময়ের বর্ণময় তোমার নাম
শুধু তুমি জুড়ে।
বলিরেখার নিচে জমা হয় নিঃসঙ্গ মৃত্যুর স্মৃতিফলক,
বাস্তুহারা নিশ্বাসরা পাড়ি দেয় তোমার খোঁজে জোৎস্নার দেশে। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...