Wednesday, December 12, 2018

তামাশা

তামাশা
............ ঋষি
===============================================
রোজনামচায় মানুষ কাঁদে
শূন্যে ভাসতে থাকা ক্যালেন্ডারের পাতার সাক্ষী
ঠিক  কজন মানুষ সত্যিকারের হাসে।
সভ্যতা থেকে শেখা
প্রাচীন হরপ্পার পোড়া দেওয়ালেও ভ্রূকুঞ্চন
সাক্ষীরা সব ভৌগোলিক।
.
তামাশায় মত্ত পৃথিবী
অন্ধকারে আচ্ছন্ন শুকনো মাটিতে ভিজে পায়ের ছাপ।
সময় বিবর্ণ
বিবর্ণতার দিনলিপি রোজকার মানুষের মুখের হাসিতে কালসিটে।
আমি তো দুর্বলতা দেখি মানুষের মুখে
দেখি ভয়
প্রত্যহ ঘুম ভাঙা চোখে মানুষের হারাবার শোক।
অস্ত্রের ঝলক ,যেখানে হত্যার গান
খুব সাধারণ নিউজ ফিল্টারে উঠে আসা যোনি মৃত্যু ,
ছায়া ,ছলনায় দুলতে থাকা মানসিক দুর্যোগ।
নগ্ন সময় ,নগ্ন নারীত্ব ,নগ্ন মানসিকতা
সময় যদি পুরুষ  হয় তবে নারী আজ রকমফেরে  ধর্ষিত। 
.
রোজনামচায় সভ্যতা আকুতি করে
শাখা প্রশাখায় সভ্যতার হিংস্র হনন মানুষের।
ঠিক কজন মানুষ এখন বাঁচে
বাঁচে তো অনেকে পোশাকি সময়ের রঙিন আদবকায়দায়।
সময়ের চরিত্রলভি শকুনেরা জীবনের
বাঁচাটুকু খুবলে খায়। 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...