Tuesday, December 18, 2018

কবিতার স্যিগনেচার

কবিতার  স্যিগনেচার
.... ঋষি
==============================================
শব্দগুলো সব কিলবিল করছে
পার্ক, গাছ, ছাতা, কুলফি,বড়রাস্তা ,চুমু ,নির্ভরশীলতা
শ্রেণীবদ্ধ শীতল বৃষ্টি , সব উথালপাথাল ঢেউ।
মেনু কার্ড, রোমান্সের দুপুর,কান ঢাকা টুপি
 ডেবিট   অভাব ,ক্রেডিট বাঁচা
পেট চুক্তি, নিরিবিলি ক্ষুদার্থতা  । 
.
শব্দ জুড়ে ক্রমাগত জাগলিং প্রেমিকার ঠোঁট ,উষ্ণ কফিকাপ
মাঝে মাঝে দূরে পথের দিকে তাকাই
রৌদ্রোহীন স্যাতস্যাতে একটা অনুভব শিরদাঁড়ায় ।
ছেঁড়া সিনেমার টিকিট, আইসক্রীমের কাঠি, আধাখাওয়া চুমু
সব পড়ে আছে, একইরকম।
সেলিব্রেশন, রেস্তোরাঁ, ইন্টারকলেজ   কম্পিটিশন
কন্ডোমের মতো পরিত্যক্ত প্ৰাক্তন।
স্নানঘরে বাস্পে ভাসা আবছা চোখ 
আর বোকার মতো চেয়ে থাকা , ঠকে যাওয়া এঁটো মাটির ভাঁড়।
.
শব্দগুলো সব কিলবিল করছে
আমরা যেমনই থাকি, টলমল পায়ে আন্তরিক দৈনতা।
নিতান্ত অভ্যেসেই, আমাদের দুর্বলতা
কবিতার প্রেমের পাতা । বইটা তোমারি 
আর আমার শুধু অনবরত স্খলনে নতুন জন্ম
তোমার কবিতার  স্যিগনেচার ।

No comments:

Post a Comment

bhabnar shohor

এই পারদের বেলায় প্রস্তাবিত শহরে স্লোগান দিন বদলাবার  যেখানে পিচ গলছে ,মানুষ গলছে ,গলছে রাতের বিছানায় ভাবনা  গড়িয়ে নামছে ঘাম  সব কিছু কেমন হা...